রেলওয়ে কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুর, সদস্য সচিব শাহ আলম

বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় গেস্ট অফ অনার ছিলেন এসকে খোদা তোতন।

আরও উপস্থিত ছিলেন মো. শাহ আলম,জাহাঙ্গীর আলম, দুলাল, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মো. নাসির উদ্দিন, সালাউদ্দিন, সোলায়মান, ঠিকাদার নুরুদ্দিন নুরু, মুক্তার হোসেন, আজমল হুদা রিঙ্কু, আমজাদ আহসান।

সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বক্তারা রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় কন্ট্রাকটরদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সবার সম্মতিতে শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলম সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm