বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও সাধারণ সভা বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিটির পরবর্তী কার্যক্রমগুলোও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিটির সভাপতি মো. শফিউল আলম এবং সদস্য আবদুল গফুর মজুমদার ও মোহাম্মদ ওছমান গনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, তিন বছর পর পর এমপ্লয়িজ কো অপারেটিভ হাউজিংয়ের নির্বাচন হয়ে থাকে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এদিন জামায়াত সমর্থিত ওবিআরইএল’র হতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেলিম পাটোয়ারী সিআরবিতে জড়ো হন। মূলত রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকাতেই তারা এখানে আসেন।
সিআরবি ৪র্থ তলায় সোসাইটির দপ্তরে গিয়ে দেখা গেছে, নির্বাচন সচিবের পাশাপাশি দুটি টেবিল খালি। টেবিলের আশপাশ সেলিম পাটোয়ারীসহ ১০-১২ জন বসে আছেন। দপ্তরে প্রবেশমুখে তার দলীয় নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেলিম পাটোয়ারী জানান, দেশে নৈরাজ্য, লুটপাটকারী বিগত সরকারের দোসরদের নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি দপ্তরের সচিব নবী হোসেন বলেন, নির্বাচনে প্রায় সহস্রাধিক ভোটার তাদের ভোট দিবেন। নির্বাচনে এবার সভাপতি পদে ৩ জন ও সম্পাদক পদে ২ জন ছাড়াও ৪৪ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
এদিকে রেল শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান, ১৬ ডিসেম্বর দুপুরে সেলিম পাটোয়ারীর দলবল নিয়ে তার বাসার সামনে জড়ো হন।
জেএস/ডিজে