রেলওয়েতে এক পদে ৩ বছরের বেশি না থাকার আদেশ স্থগিত

তিন বছরের বেশি একই পদে থাকা যাবে না মর্মে দপ্তর আদেশ দিয়েছিল রেল ভবন কর্তৃপক্ষ। আদেশের দশদিনের মাথায় সেটির স্থগিতাদেশ দিয়েছে একই কর্তৃপক্ষ।

গত ১৪ নভেম্বর রেল ভবন কর্তৃক দপ্তরাদেশে ৩ বছরের অধিক একই পদে থাকা যাবে না মর্মে আদেশ জারি করে। আদেশের ফলে পূর্ব ও পশ্চিমাঞ্চলে কর্মকর্তা শ্রমিকদের রাজনৈতিক হয়রানি শিকার হচ্ছে অভিযোগে চট্টগ্রাম প্রতিদিনের পক্ষ থেকে রেল মহাব্যবস্থাপক ও রেল ভবন ঢাকা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কর্মকর্তাদের কাছে এমন অভিযোগ এসেছে স্বীকার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত সমাধানের কথা জানিয়েছিলেন তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রেল ভবন হতে জারি করা দপ্তরাশে ১৪ নভেম্বর জারিকৃত আদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে পুনরায় আদেশ জারি করেন।

রেলভবন ঢাকা উপ-পরিচালক পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশে পূর্ববর্তী আদেশটি স্থগিত করে দপ্তরাদেশ জারি দেন।

জানা যায়, রেলে ৩ বছরের অধিক থাকতে পারবে না উল্লেখ করে দপ্তরাদেশ জারি করা হলে তা নিয়ে প্রশ্ন উঠে।এ আদেশে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েলের অভিযোগ উঠে। চট্টগ্রাম প্রতিদিন এমন অভিযোগের প্রেক্ষিতে রেল মহাব্যবস্থাপক, ঢাকা রেল ভবন উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

রেল পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে দৃষ্টি আকর্ষণ করায় ধন্যবাদ দেন।

তিনি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলাপের বিষয় উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রেল ডিজি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন বলে জানান।

জেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm