রেকর্ড প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু চট্টগ্রাম কাস্টমসের

ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আশানুরূপভাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টমস হাউস। যা গত বছরের তুলনায় ৪২ দশমিক ৫৬ বেশি।

জানা গেছে, নতুন অর্থ বছরের (২০২২-২০২৩) জুলাই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৮৩৮ দশমিক ৫১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ দশমিক ৫১ কোটি টাকা বেশি। যা এবারের লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ বেশি।

এছাড়া গত অর্থবছরে একই সময়ে অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ দশমিক ৫ কোটি টাকা আদায় হয়েছিল। সেই হিসেবে এ বছর জুলাই মাসে ১ হাজার ৪৪৪ দশমিক ৪৬ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৪২ দশমিক ৫৬ শতাংশ বেশি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সালাউদ্দিন রেজভী বলেন, ‘যথাযথ এইচএস কোড এবং ভ্যালু নির্ধারণ করে পণ্যের শুল্কায়নের ফলে রাজস্ব বৃদ্ধি পেয়েছে কাস্টমস হাউসের। গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে আমাদের ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।’

আগামী দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm