রিয়াজউদ্দিন বাজারে অভিযানে বাধা, বণিক সমিতির সভাপতি-সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ধাক্কায় আহত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটকে ধাক্কা দেওয়ায় বণিক কল্যাণ সমিতির সভাপতি এবং সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) কোতোয়ালী থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন।
মামলার আসামিরা হলেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল শুক্কুর, কোষাধ্যক্ষ কাজী মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইদ্রিস।
জানা গেছে, রিয়াজউদ্দিন বাজারে অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকতকে ধাক্কা দেওয়া হয়। এতে পায়ে আঘাত পকন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ অক্টোবর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নগরীর রিয়াজউদ্দিন বাজারে নিষিদ্ধ পলিথিন গুদামজাতকরণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা নেতৃত্ব দেন ।
সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তররের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, পরিদর্শক মো. শাওন শওকত, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।
এ সময় রিয়াজউদ্দিন বাজারের রেস্ট হাউস রেটুরেন্ট সংলগ্ন গোশত মার্কেটের পাশে একটি পাকা টিনশেড দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানের মালিক ছিলেন না। সেইসঙ্গে দোকানটি তালাবদ্ধ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
দোকানের ভেতর অবৈধ পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায় প্রায় এক হাজার কেজি। এর মধ্যে ২০০ কেজি পর্যন্ত জব্দ করার পর রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হন। সঙ্গে আশপাশের আরও দোকানের মালিক ও কর্মচারীরা একত্রিত হয়ে যান এবং বাকি ৮০০ কেজি পলিথিন জব্দ করতে বাধা দেন।
তাছাড়া পাশের অন্য আরেকটি দোকানে নিষিদ্ধ পলিথিন এর তথ্য থাকলেও তাদের বাধার কারণে দোকানটিতে তল্লাশি করা যায়নি। এরপর সমিতির সাধারণ সম্পাদক অশালীন আচরণ করেন। এছাড়া সাধারণ সম্পাদক উস্কানিমূলক কথা বলে দোকান মালিক এবং কর্মচারীদের উত্তেজিত করে তোলেন ।
এরপর ঘটনাস্থলে হাজির হন সমিতির সভাপতি ছালামত আলী। এ সময় সাধারণ কর্মচারী এবং দোকান মালিকরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কোতোয়ালী থানা থেকে পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উত্তেজিত জনতার মধ্যে একজন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকতকে ধাক্কা দিলে তিনি পায়ে আঘাত পান।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের দেওয়ার মামলাটি থানায় লিপিবদ্ধ করা হয়েছে। তবে মামলাটি তদন্ত করবে পরিবেশ অধিদপ্তরই। মূলত সরকারি কাজে বাধা দেওয়ায় মামলাটি হয়েছে।’
এএস/ডিজে