রিয়াজউদ্দিন বাজারে আগুনে গুদাম পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের পুরোনো জলসা মার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গুদামটিতে আগুন লাগে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, মার্কেটটির সাততলা ভবনের দ্বিতীয় তলার ওই গুদামে পোশাক কারখানার মালামাল ও ঝুট ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm