চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রিয়াজউদ্দিন বাজারের নুপুর মার্কেটের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগুন নেভাতে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
আগুন প্রায় নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
কী পরিমান ক্ষতি হয়েছে এবং অগ্নিকান্ডের কারন কী তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
এমএহক