রিয়াজউদ্দিন বাজারের কোল্ড স্টোরেজে মিললো ১০০ টন খেজুর, ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ

বেশি দামে খেজুর বিক্রি, ৩ দোকানিকে অর্থদণ্ড

চট্টগ্রামে রমজানের শুরুতেই খেজুর নিয়ে চলছে কারসাজি। বেশি টাকা লাভের আশায় দ্বিগুণ দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। একইসঙ্গে কোল্ড স্টোরেজে মজুদ করা হচ্ছে খেজুর। এছাড়া অনেক ড্রাই ফুডের দোকানে সংরক্ষণ করা হচ্ছে না ক্রয়-বিক্রয়ের রশিদ।

রিয়াজউদ্দিন বাজারের কোল্ড স্টোরেজে মিললো ১০০ টন খেজুর, ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ 1

বুধবার (১৩ মার্চ) এসব অনিয়ম বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালীর ফলমন্ডিতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রিয়াজউদ্দিন বাজারে কোল্ড স্টোরেজে মজুদ করা ১০০ টন প্যাকেটজাত খেজুর সাতদিনের মধ্যে খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বেশি মুনাফার আশায় ২৮৫০ টাকার খেজুর ৪১৫০ টাকায় বিক্রি করছিল ফলমন্ডির ‘আলী জেনারেল স্টোর’ নামের একটি দোকানে। জেলা প্রশাসনের অভিযানে দোকানিকে গুণতে হয় ৩০ হাজার টাকা জরিমানা।

এ সময় মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ‘সাফা মারওয়া ড্রাই ফ্রুটস’কে ৫ হাজার এবং ‘আরোবা এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রিয়াজউদ্দিন বাজারে একটি কোল্ড স্টোরেজে ১০০ টন প্যাকেটজাত খেজুর মজুদ করেছে আমদানিকারক ও পাইকারি বিক্রেতারা। গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত এসব খেজুর মজুদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রমজানে খেজুরের বাজার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত দামে খেজুর বিক্রি, মূল্য তালিকায় না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, রিয়াজউদ্দিন বাজারের কোল্ড স্টোরেজে ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পাওয়া গেছে। সাতদিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে এসব খেজুর জব্দ করে নিলামে বিক্রয় করা হবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm