মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আলোচিত ৩ সাক্ষি রিমান্ডের প্রথম দিনেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর খাস কামরায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে এই ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরা হলো- টেকনাফের বাহারছড়া মারিশবুনিয়ার নিজাম উদ্দিন, নুরুল আমিন ও মো. আয়াছ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ দাশ।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই ৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।
এসএ