চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে অজ্ঞাত মানুষের একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফ্লাইওভারের নিচ থেকে হাতটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘শনিবার দুপুরে ফ্লাইওভারে অজ্ঞাত ব্যক্তির একটি কাটা হাত উদ্ধার করা হয়। সেটির ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো করা হয়।’
তিনি আরও বলেন, ‘এই হাতটি কার বা কোথা থেকে আসলো এ ব্যাপারে খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।’
মুআ/এমএফও