রাস্তার পাশে কার্টনের ভেতর নবজাতকের লাশ

0

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তার পাশে পড়ে থাকা কার্টনে পাওয়া গেছে এক নবজাতকের মরদেহ। স্থানীয় লোকজন মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে।

উপজেলা সদরের ৭ নং ওয়ার্ড নেয়াজর টেক এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা একটি কার্টন পড়ে থাকতে দেখেন। তারা কার্টনটি খুলতেই ভিতরে নবজাতকের মরদেহটি দেখতে পান।

আবু তাহের নামে স্থানীয় এক বাসিন্দা জানান, মঙ্গলবার সন্ধ্যার সময় রাস্তায় আমরা একটা কার্টন দেখতে পাই, কার্টনটি খুলে দেখি ভিতরে একটি নবজাতকের মৃতদেহ।

s alam president – mobile

তখন ইউপি সদস্যকে খবর দেই। পরে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহটি দাফনের ব্যবস্থা করেন ইউপি সদস্যসহ স্থানীয়রা।

ইউপি সদস্য মুহাম্মদ আবদু্ল মালেক বলেন, এলাকাবাসী কার্টনে নবজাতকের লাশ দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে পরিদর্শন করি। সেখানে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতকের লাশ কার্টনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, কে বা কারা রাস্তার পাশে মরদেহটি ফেলে রেখে চলে যায়। মৃত নবজাতকটিকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Yakub Group

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!