তীব্র তাপদাহ থেকে দুঃস্থ ও অসহায় শ্রমজীবী মানুষকে স্বস্তি দিতে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও হেডক্যাপ বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকাসহ কয়েকটি স্থানে শ্রমজীবী মানুষের মাঝে এই বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও হেডক্যাপ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইট ইবনে খন্দকার। এবিএম মাসুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মারুফ ইমতিয়াজ, রাশেদ জাহান, ফেরদৌস উদ্দিন, মজিলুজ জামান, মুক্তা চক্রবর্তী, তাহমিনা সুমি, মারুফ মঈন, মনির বাবর প্রমুখ।
উদ্যোক্তারা বলেন, তীব্র তাপদাহে অতিষ্ট মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের মানবিক কার্যক্রম সামনেও অব্যাহত রাখা হবে।