রামু থেকে চট্টগ্রাম, বেড়াতে এসে আটক রোহিঙ্গা পরিবার

বেড়াতে এসে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনি এলাকায় এক রোহিঙ্গা পরিবার পুুলিশের হাতে আটক হয়েছে। বৃৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটককৃত চার সদস্যের রোহিঙ্গা পরিবারকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুুর দুইটার দিকে কক্সবাজারে উখিয়া ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বায়েজিদ থানা পুলিশ।

আটক রোহিঙ্গারা হলো আছিয়া খাতুন (৯০), তার মেয়ে ফিরোজা বেগম (৫০), ফিরোজা বেগমের মেয়ে আছিয়া বেগম (১৮) ও মেয়ের জামাই মো. আরাফাত (২২)। তারা সবাই কক্সবাজারের রামুুর হরুইল্লা এলাকার কামালের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

বায়েজিদ থানার এসআই নূর মোহাম্মদ শাহাদাত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সন্দেহ হলে স্থানীয়রা পুুলিশকে খবর দেয়। পরে বার্মা কলোনির জনৈক ইসমাইলের বাসা থেকে এক রোহিঙ্গা পরিবারকে আটক করা হয়। ইসমাইল ওই এলাকার ভোটার। এছাড়া আটক ফিরোজা বেগমও ওই এলাকার ভোটার। তারা নাকি চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। বেড়াতে এসে পুলিশের হাতে ধরা খেল তারা।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!