রামুতে ক্যাম্প পালানো ৬ রোহিঙ্গার সাজা

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের পর প্রত্যেক রোহিঙ্গাকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রামু সদরের বড়ুয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্ত রোহিঙ্গারা হল- উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের সুলতান আহম্মদের ছেলে রাইহাবুল্লাহ, মো. আলীর ছেলে মো. রহিম উল্লাহ, আহাম্মদ হোছাইনের ছেলে আবু বক্কর ছিদ্দিক, ইউনুছ আহম্মদের ছেলে সব্বির আহম্মদ, ওসমান আহম্মদের ছেলে মো. ফোরকান ও আলী আহম্মদের ছেলে মো. জাবেদ।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রামুতে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা ৬ রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm