কক্সবাজারের রামুতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ কাইয়ুম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে রামু থানা পুলিশ।
রোববার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু কাইয়ুম রাস্তা পারাপারের সময় বেপরোয়া ইটবোঝাই পিকআপ (ডাম্পার) গাড়িটির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘গাড়িটি জব্দ করা হয়েছে।’
রামুতে অদক্ষ গাড়ি চালকদের বেপরোয়া ডাম্পার চলাচলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এসব অদক্ষ ও বেপরোয়া ডাম্পার চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
ডিজে