চট্টগ্রামের কর্ণফুলীতে মো. হোসেন নামের এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আহতের বোন রিনা আকতার বাদি হয়ে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন খোয়াজনগর আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহম্মদের ছেলে মো. সাহাবুদ্দিন (৩২) একই গ্রামের রবি আলীর ছেলে মো. আমিন (২৭), কবির মেম্বারের বাড়ির শেখ আহম্মদের ছেলে মো. নাজু (২৩), বুড়াইয়া গোষ্ঠীর বাড়ির বাবুল হকের ছেলে মো. মামুন (৩৫), আব্বাস মেম্বারের বাড়ির আব্দুর ছন্নুর ছেলে মো. ইকবাল (২৩) ও রবি আলীর বাড়ির রবি আলীর ছেলে মো. আনিসুল ইসলাম আনিস (২৬)। এছাড়াও আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ৪-৫ জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।
মামলায় উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মামলার মো. আমিন ও আনিসের সঙ্গে ভিকটিমের বাকবিতণ্ডা হলে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম তার নিজ কর্মস্থল হতে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়।
একপর্যায়ে আমিন ও আনিস ভিকটিমকে ঝাপটে ধরলে সাহাবুদ্দিন ভিকটিমকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাতের কনুইতে কোপ মারে। এতে সঙ্গে সঙ্গেই ভিকটিমের হাড় কেটে গুরুতর জখম হয়। বর্তমানে আহত অবস্থায় ভিকটিম ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ির মৃত মো. ইয়াছিনের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘যুবকের হাতের কব্জি কাটার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ডিজে