রাতে চট্টগ্রামের অক্সিজেনে দুই যুবককে গুলি করে হত্যা, সন্ধ্যায়ও আহত দুজন

ঘাতকরা এসেছিল তিন মোটরসাইকেলে

রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে দুই যুবককে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আটটার দিকে চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কে এই ঘটনা ঘটেছে।

গুলিতে নিহত দুই যুবকের নাম মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। দুজনের বাড়িই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশে। কায়সারের বাবার নাম মো. রফিক, আনিসের বাবার নাম মো. ইসহাক। নিহত দুজনই হাটহাজারীর আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন ওই দুই যুবক। অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কের নাহার কমিউনিটি সেন্টারের কাছাকাছি পৌঁছানোর পর তিনটি মোটরসাইকেলে করে আসা ঘাতকরা তাদের দিকে একযোগে গুলি ছুঁড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে মাসুদ ও আনিস নামের ওই দুই যুবক সড়কেই লুটিয়ে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই আনিস মারা যান। পরে স্থানীয় লোকজন এসে নিহত আনিসসহ গুরুতর আহত কায়সারকে সরিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পথে কায়সারও মারা যান।

পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শিবিরের সরোয়ারের সঙ্গে সাজ্জাদ গ্রুপের বিরোধের জের ধরে সন্ধ্যার দিকেও সোহেল ও মাসুম নামে দুজন আহত হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm