রাতে গৃহবধূর লাশ উদ্ধার ডবলমুরিংয়ে

চট্টগ্রাম ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া থেকে সুপ্তা মল্লিক নামের ২৩ বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামীর নাম বাসু দেব। তার বাড়ি কাপ্তাইয়ের চন্দ্রঘোণা এলাকায়। নিহত সুপ্তা মল্লিক গৃহিনী বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১২টায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের থানার পানওয়ালাপাড়া এলাকায় সুপ্তা মল্লিক নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু সংবাদে আমরা ফোর্স পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তাদের কাজ শেষে বিস্তারিত বলা যাবে।

এফএম/এএইচ

ksrm