রাতে উত্তাল চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, ছাত্রীসহ আহত ৫
ছাত্রীদের অশ্রাব্য গালিগালাজ, ফোন ধরছে না কর্তৃপক্ষের কেউ
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এই হামলায় এক ছাত্রীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাটাপাহাড় সড়কে এই হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাত ১১টার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করতে থাকেন সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে এসেই ককটেলের কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এর মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা কাটাপাহাড় দিয়ে শহীদ মিনারে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে এসে তাদের ধাওয়া করে।
ছাত্রীসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে তারা মারধরও করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সুমনকে প্রচণ্ড মারধর করা হয়। এছাড়া বিজয় একাত্তর হলগেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দিনসহ আরও কয়েকজন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রীদের অশ্রাব্য গালিগালাজও করেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ অভিযোগ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়েছে এবং ধাওয়া দেওয়া হয়েছে। সবাই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন সবাই ভয় পাচ্ছে। নিরাপদ স্থানে যেতে পারছে না। এছাড়া আমি প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে ফোন করেছি। পুলিশকে ফোন দিয়েছি। কেউ রিসিভ করছে না। কেউ রেসপন্স করছে না। মিনিমাম ১০০ বারের ওপর ডায়াল করা হয়েছে। কিন্তু কেউই ধরছে না।’
এদিকে মাঝরাতেও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে বলে জানা গেছে।