চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে একটি নৌকাডুবির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এই নৌকাডুবির ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছে।
জানা গেছে, সন্দ্বীপ উপজেলার দক্ষিণ পশ্চিম কোণে দূর্গচরণ খাল (প্রকাশ সওদাগর হাট ঘাট) থেকে মেঘনার মোহনায় গতরাতে মাছ ধরতে যায় নৌকাটি। সকালে ভাসমান অবস্থায় নৌকাটি উপকূলে পাওয়া গেলেও নৌকায় থাকা তিন জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তিন জেলে হলেন- মনতুষ জলদাস, সাদু জলদাস, জহল লাল জলদাস। তারা সারিকাইত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে বয়ে যাওয়া দমকা হাওয়ার সময় নদীতে ছিল ওই নৌকাটি। ওই সময়ই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করছেন তারা।
এদিকে শুক্রবার (৮ মে) দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জেলেদের কোন সন্ধান মিলেনি। নিখোঁজ জেলেদের সন্ধানে নৌকা নিয়ে সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- ‘রাতে নৌকাটি নিয়ে ৩ জন জেলে সাগরে মাছ ধরতে যাচ্ছিলো। সকালে নৌকাটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এতে তিন জেলে নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড সদস্যরা স্থানীয় লোকজন নিয়ে তাদের সন্ধানে সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।’
এআরটি/এসএইচ