চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির এক সাংগঠনিক বৈঠকে হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী সাগুফতা বুশরা মিশমার সমর্থকদের বিরুদ্ধে। হামলায় ৪জন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক ইরফাত ইব্রাহিম, সদস্য সচিব আবু নাঈম, সংগঠক আইয়াজ উদ্দিন ও কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক।
আহত নেতারা জানান, রেস্টুরেন্টে সাংগঠনিক মিটিং চলাকালীন কথা কাটাকাটির এক পর্যায়ে বহিরাগত কিছু লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। তারা অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপি নেত্রী সাগুফতা বুশরা মিশমার অনুসারী।
আহত যুবশক্তি নেতা আবু নাঈম বলেন, ‘মিটিংয়ে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই মিশমার অনুসারীরা আমাদের উপর হামলা চালায়।’
আরেক নেতা আইয়াজ উদ্দিনের অভিযোগ, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগ ও কিছু গোপন রাজনৈতিক দলের কর্মীদের ব্যবহার করে আমাদের উপর এই হামলা চালানো হয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপি নেত্রী সাগুফতা বুশরা মিশমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি নিজে অন্য একটি মিটিংয়ে ছিলাম। কোথায় কী হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার।’
এ ঘটনায় সিএমপির খুলশী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত নেতারা।
এআরই/সিপি



