রাতের আঁধারে চান্দগাঁওয়ে হানিফ পরিবহনে সন্ত্রাসী হামলা-ভাঙচুর

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সামনে হানিফ পরিবহনের কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হানিফ পরিবহনের দুজন কর্মকর্তা আহত হন। সোমবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় হানিফ পরিবহনের সুপারভাইজার সজীব (২৭) ও পরিচালক মহিউদ্দিন আহত হন। এই ঘটনায় থানায় সাত জনের নাম উল্লেখ করে ঘটনার দিন রাতেই একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

হানিফ পরিবহনের ট্রেডমার্ক ও লোগো ব্যবহার করে হানিফ স্টার নামে গাড়ি পরিচালনা করা হচ্ছে। এসব গাড়িতে যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হনে। এসব কারণে হানিফ পরিবহনের সুনাম নষ্ট হচ্ছে।

এই বিষয়ে দুই পক্ষকে নিয়ে সোমবার থানায় বৈঠক হয়। বৈঠক শেষে ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে হানিফ পরিবহনের কাউন্টারে তাণ্ডব চালায় হানিফ স্টার পরিবহন কর্তৃপক্ষ এমনটাই দাবী করেন হানিফ পরিবহনের কর্মকর্তারা।
হামলার সময় চান্দগাঁও এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ২০ গজের কম হলেও ঘটনায় পুলিশের অবস্থান ছিলো নীরব, এমনটাই অভিযোগ করেন ভুক্তভুগি হানিফ পরিবহনের কর্মকর্তারা।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm