রাতের আঁধারে অবৈধ উপায়ে গ্যাস ফিলিং চন্দনাইশে, সিলিন্ডার ও গাড়ি জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার সময় গুদামে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে গ্যাস আনা-নেওয়া কাজে ব্যবহৃত গাড়ি আটক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পুতুন তালুকদার বাড়িতে (রেললাইন পূর্ব পাশে) এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পুতুন তালুকদার বাড়ির (রেললাইন পূর্ব পাশে) একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১১টার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, চন্দনাইশ পৌরসভা বদুর পাড়া রাস্তা মাথার উত্তর পশ্চিম পাশে মেসার্স শাহ্ রশিদিয়া রব্বানিয়া অটোমোবাইল মালিক মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে
লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে, লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার এবং সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে অনেকগুলো বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল আমরা যাওয়ার আগে তারা পালিয়ে যায়। এসময় অবৈধভাবে গ্যাস আনা-নেওয়া কাজে ব্যবহৃত গাড়ি আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm