রাতের অভিযানে আগ্রাবাদ থেকে ধরা নিউমার্কেট হামলার ‘অস্ত্র সাপ্লায়ার’ টিপু

অফিস থেকে উদ্ধার অস্ত্র ও চেক বই

গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘অস্ত্র যোগানদাতা’ হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার অফিসে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দোনালা বন্দুক, শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দলীয় প্যাড ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্যাংকের চেক বই।

ডবলমুরিং থানা জোনের উপ পুলিশ কমিশনার হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, গ্রেপ্তার মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলনের উপর হামলায় সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন এবং অস্ত্র যোগান দিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু স্থানীয় সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী। বাহাদুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেন টিপু। মতের অমিল দেখা দিলেই টিপু যে কারও উপর হামলে পড়েন। তার বিরুদ্ধে ডবলমুরিংসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলা রয়েছে। সর্বশেষ জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী হত্যামামলায় আসামি করা হয় ।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের সময় মোস্তফা কামাল টিপুর হাতে ছিল আগ্নেয়াস্ত্রের গুলির ম্যাগজিন। এ সময় তার আরেক সহযোগী

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বাবুল আজাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডে বাসার স্কয়ার নামক ভবনের ছয় তলায় তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার অফিস কক্ষের সিলিং এর উপর থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। একই সাথে শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ksrm