চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াতে সকালে ‘সুবর্ণা’ ও বিকালে ‘সোনার বাংলা’ বিরতিহীনভাবে চলাচল করলেও রাতে এমন কোনো ট্রেন নেই। এবার রাতের বেলায়ও বিরতিহীন ট্রেন চালুর প্রস্তাব গেছে রেলের দপ্তরে।
সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই এই ট্রেন চালু হবে বলে জানা গেছে।
গত ৩১ নভেম্বর ঢাকা কন্ট্রোল অফিস রুমে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সফিকুর রহমানের সভাপতিত্বে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন, বাণিজ্যিক ও সিটিএনএল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিলেন।
এতে চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াতে রাতে বিরতিহীন ট্রেন চলাচলসহ তিনটি প্রস্তাবনা নেওয়া হয়— যা লিখিতভাবে রেলভবনের দপ্তরে পাঠানো হয়।
জানা গেছে, সভায় ভৈরব রুটে আরও একটি নতুন ট্রেন পরিচালনা, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে দুটি ট্রেন পরিচালনার প্রস্তাব রাখা হয়।
এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন বিকাল ৪টার পরিবর্তে ৩টা, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস দুপুর ৩টার পরিবর্তে ৩টা ১৫ মিনিট, উপকূল এক্সপ্রেস ট্রেন বিকাল ৩টা ২০ মিনিটের পরিবর্তে ৩টা ৩০ মিনিটসহ আরও দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।
এসব প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্তে জন্য তা মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) কাছে পাঠানো হয়েছে।
জেএস/ডিজে