জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, রাজস্ব আদায়ে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। তাদের বুঝিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। বন্ডের অপব্যবহার যেন না হয় সেদিকে নজরদারি রাখতে হবে।
২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমসের সাথে এক যৌথ সভায় যোগ দেন।
মোশাররফ হোসেন ভুইয়া বলেন, আমি কর্মকর্তা কর্মচারীদের উৎসাহ দিই। যাতে কাজের অগ্রগতি হয়। ক্লায়েন্টদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। ইলিগ্যাল কাজ যেন আমাদের অফিসাররা না করে।
তিনি বলেন, কাউকে যেন হয়রানি না করা হয়। নতুন আইন প্রয়োগের ফলে রাজস্ব আদায় কম। এরপরও কাজের অগ্রগতির ধারা বজায় রাখতে হবে।
নিয়োগের বিষয়ে তিনি বলেন, স্বচ্চতার মাধ্যমে সব শূন্য পদে নিয়োগ করা হোক। কোথায় কোথায় পদ খালি আছে সব এনবিআরে পাঠান।
নতুন নিয়োগবিধি নিয়েও আলোচনা করে প্রমোশনের ব্যবস্থা করার তাগিদ দেন। করঅঞ্চল গুলোকে রিটার্ন বাড়ানোর জন্য জোর দেন এনবিআর চেয়ারম্যান।
সভায় কমিশনারগণ স্ব স্ব বিভাগের প্রবৃদ্ধি অর্জনের পরিসংখ্যান তুলে ধরেন।
ভ্যাট কমিশনার বলেন, প্রবৃদ্ধি আদায়ে এগিয়ে আছি। তবে আইনে চার ধাপে ৫ শতাংশ হারে ভ্যাট পাচ্ছে না।
কেএসআরএমকে ৯শ কোটি টাকা ফেরত দিতে হচ্ছে আইনের কারণে। সিস্টেমের কারণে।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক বলেন, ৫ মাসে ৪৫ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।
আপিল কমিশনার বলেন, তিন মাসে ১২৫টা মামলা নিষ্পত্তি করেছি। এখন কোন মামলা পেন্ডিং নেই।
এনবিআর বোর্ড সদস্য গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে কাস্টমস কমিশনার ফখরুল আলম, ভ্যাট কমিশনার এনামুল হক, কর কমিশনার ইকবাল হোসেন, কাস্টমসের এডিশনার কমিশনার আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, বন্ডের কর্মকর্তা শফিউজ্জামান উপস্থিত ছিলেন।
এএস/এসএইচ