রাজস্থলীতে দীপপয় তালুকদার হত্যায় স্ত্রীর মামলা

সাবেক চেয়ারম্যান দীপপয় তালুকদার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করলেন তার স্ত্রী প্রেমা তালুকদার। শনিবার (২৬ অক্টোবর) রাজস্থলী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে তিনি একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত দীপপয় তালুকদার ১নম্বর ঘিলাইছড়ি সাবেক চেয়ারম্যান ও ৩৩৩ নম্বর ঘিলাইছড়ি মৌজার হেডম্যান ছিলেন। তিনি ওই উপজেলায় বিএনপি সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রসংগত, মঙ্গলবার (২২ অক্টোবর) ঠিকাদারি সড়ক সাইট দেখে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা জিরো মাইল নামক স্থান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে দীপপয় তালুকদারকে জংগলের দিকে নিয়ে যায়। এরপর দিন বুধবার (২৩ অক্টোবর)সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিলো।

লাশ উদ্ধারের দুইদিন পর নিহতের স্ত্রী প্রেমা তালুকদার রাজস্থলী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলা পুলিশের পক্ষে তদন্ত করছেন এসআই এরশাদ মিয়া।

উল্লেখ্য, দীপপয়ের লাশ রাংগামাটি সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

উপজেলায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জন্য যৌথবাহিনী টহল দিচ্ছেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!