রাজনৈতিক দলের কাছে সংখ্যালঘুরা ফুটবল, চট্টগ্রামে বিদিশা

0

রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ফুটবলের মতো ব্যবহার করছে। ভোটের সময় শুধু তাদের ব্যবহার করা হচ্ছে— চট্টগ্রামে এসে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া চট্টগ্রাম’ আয়োজিত এক মতবিনিময় সভায় বিদিশা এরশাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। না পারছে সরকারি দল, না পারছে বিরোধী দল। জাতীয় পার্টি ঢাকায় বসে বসে ফেসবুকে বিবৃতি দেয়। স্বাধীনতার পর থেকে এ দেশে যত হামলা হয়েছে সবই রাজনৈতিক হামলা, সাম্প্রদায়িক হামলা নয়।’

s alam president – mobile

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ এ সময় সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। তা না হলে কুমিল্লার ঘটনার পরে কেন আবার একই ঘটনা নানা জায়গায় পুনরাবৃত্তি হল? পুলিশ কেন সতর্ক হলো না, প্রশাসন কেন সতর্ক হলো না?’

জাতীয় পার্টিকে ভদ্রলোকের দলে পরিণত করতে চান জানিয়ে বিদিশা এরশাদ বলেন, ‘স্বার্থান্বেষী ও ধান্ধাবাজের কবজায় এখন জাতীয় পার্টি। এটি এমন একটা দল যেখানে মতপ্রকাশ করা যায় না। জাতীয় পার্টিকে জনগণের দলে পরিণত করতে হবে। সেই উদ্দেশে জাতীয় পার্টির পুনর্গঠন কমিটিতে হাত দিয়েছি।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে জাতীয় পার্টির পুরানো এমপি ও নেতারা যোগাযোগ করছেন। তারা আমাকে ভুলে যাননি। দলের নেতাকর্মীরা বিশ্বাস করে রওশন এরশাদ ও বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নিরাপদ।’

Yakub Group

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আসিফ আহমেদ মৃধার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দীন আল আজাদ, জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, কাজী রুবায়েত হাসান, সিকদার আনিসুর রহমান প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!