রাজনীতি নিষিদ্ধ হল চট্টগ্রাম মেডিকেল কলেজে, মিছিল-শ্লোগানও নয়

রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা হল চট্টগ্রাম মেডিকেল কলেজে। শিক্ষার্থীদেরকে কোন রাজনৈতিক কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে সভা সেমিনার ছাড়াও মিছিল-শ্লোগান না করার নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

১৪ আগস্ট দুপুরে দেওয়া ওই বিবৃতিতে চলতি বছরের ৩ মার্চ চমেকের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সভা, সেমিনার, মিছিল শ্লোগান সহ সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ‘এমতাবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জাতীয় দিবস বা অন্য কোন রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা সমাবেশ মিছিল শ্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার পুনরায় নির্দেশ দেয়া হলো।’

এদিকে এই সিদ্ধান্ত নিয়ে চমেক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই বিবৃতির ছবি ফেসবুকে পোস্ট করে এটিকে ‘অভাবনীয় সিদ্ধান্ত’ মন্তব্য করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তুলছেন কেউ কেউ।

তবে সংঘাতের আশংকায় এবং ১৬ আগস্ট থেকে আরম্ভ হতে যাওয়া প্রফেশনাল ফাইনাল পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার স্বার্থে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক সাহেনা আক্তার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে। নাহলে জাতীয় দিবসে কলেজের যতরকম কার্যক্রম সবই নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘কলেজে অনেকদিন দুইটা গ্রুপের বিরোধ চলছে। এই এক বছরে তারা সবাই ৩-৪ বার সংঘর্ষে জড়িয়েছে। এখন আগামী ১৬ তারিখ থেকে একটা প্রফ পরীক্ষা আর এরা যদি আবার সংঘাত সংঘর্ষ করে তাহলে পরীক্ষাটা আটকে যাবে। এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে। যাতে এই পরীক্ষা আটকে যাওয়ার পরিস্থিতি না হয় সেজন্যই এই বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!