s alam cement
আক্রান্ত
৩৪৪৬৬
সুস্থ
৩১৭৭৫
মৃত্যু
৩৭১

রাজনীতিবিদ এমএ খায়েরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

0

প্রবীণ আওয়ামী লীগ নেতা এমএ খায়েরের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমএ খায়ের মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের মুরাদপুরে ‘নিউজচট্টগ্রাম’ মিলনায়তনে দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।

জননেতা এম এ খায়ের মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান গণমাধ্যম কর্মী মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড ওবায়দুল করিম।

প্রধান বক্তা ছিলেন লেখক গবেষক প্রফেসর শামসুদ্দিন শিশির।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা ক্বারী মোহাম্মদ ইলিয়াস। উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও সংগঠক জাহেদ কায়সার, জলছবি স্পাদক সৈকত শুভ্র, লেখক সংগঠক সালাম সৌরভ, নির্মাতা মোহাম্মদ কামাল প্রমুখ।

বক্তরা বলেন, ‘সমাজহিতৈষী এমএ খায়ের নিষ্ঠাবান পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজদরদী মানুষ ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১ নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের দুঃসময়ে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সদালাপী ও আদর্শবাদী মানুষ। তাই তাঁর মত ব্যক্তি আজ সমাজে বড় বেশি প্রয়োজন।’

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন

ইয়াবা ধরে বেচে দিতেন চট্টগ্রামের দুই পুলিশ

চট্টগ্রামের সেই ইয়াবা ব্যবসায়ী পুলিশকে জেলেই যেতে হল

নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ মিলেছে, বলছে দুদক

স্ত্রীসহ আমীর খসরুকে আবার ডেকেছে দুদক, ভায়রাও আছে

ksrm