রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা, ৫ জন নতুন মুখ

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বর। বাছাই হবে ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

নির্ভরযোগ্য সূত্রে পাওয়া চূড়ান্ত তালিকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে অগ্রাধিকার পেয়েছেন পুরনো প্রার্থীরাই। তবে পাঁচটি ইউনিয়নে এবার এসেছেন নতুন মুখ।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন— ১নং রাজানগর ইউনিয়নে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ২নং হোসনাবাদ ইউনিয়নে দানু মিয়া, ৫নং পারুয়া ইউনিয়নে একতেহার হোসেন, ৬নং পোমরা ইউনিয়নে জহির আহমদ চৌধুরী, ৭নং বেতাগী ইউনিয়নে নুর কুতুবুল আলম।

৮নং সরফভাটা ইউনিয়নে শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ৯নং শিলক ইউনিয়নে নজরুল ইসলাম তালুকদার, ১০নং পদুয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো, আবু জাফর।

এছাড়া আরও মনোনয়ন পেয়েছেন ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে ইদ্রিস আজগর, ১২নং কোদালা ইউনিয়নে আবদুল কাইয়ুম তালুকদার, ১৩নং ইসলামপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম চৌধুরী, ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়নে আহমদ ছৈয়দ তালুকদার এবং ১৫নং লালানগর ইউনিয়নে মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন।

মোস্তফা জাহেদ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!