রাঙ্গুনিয়ার ইদ্রিছ ভেসে যান আরব সাগরে, লাশ মিলল ওমানে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইদ্রিছ (৪০) এক বছর আগে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। প্রতিদিন নিজে গাড়ি চালিয়ে কাজে কাজে যেতেন। শনিবারও (১১ জানুয়ারি) সেভাবেই কাজে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার সহকর্মী। পথে বৃষ্টির পানির ঢলে হঠাৎ করেই উল্টে যায় ইদ্রিছের গাড়ি। বিপদ বুঝে গাড়ি থেকে লাফিয়ে পড়েন তিনি। সেটাই কাল হল তার। পানির স্রোতে তিনি ভেসে চলে যান আরব সাগরে। আর ফিরে আসা হয়নি তার। ছয় দিন পর তার লাশ মিললো আরব সাগরের ওমান সীমান্তে। দুর্ঘটনার সময় গাড়ি থেকে নামতে না পারা সেই সহকর্মীকে গাড়িসহ ভেসে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয় লোকজন।

সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে ইদ্রিছের লাশের খোঁজ মেলে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আফজলের পাড়ার আহমদ জলিলের একমাত্র ছেলে ইদ্রিছ। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm