রাঙামাটির সড়কে প্রাণ হারালেন ২ বাইক আরোহী

সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটির কুতুবছড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি সদর ইউনিয়নের চম্পক নগরের রুদ্র চাকমা ও উন্নয়ন বোর্ড এলাকার মোশারফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের গর্জনতলী এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হলে দুই বাইক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনেরই মৃত্যু হয়। নিহতরা হলেন শহরের বাসন্দা রুদ্র খীসা ও মোশারফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমন বোস বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গাড়িগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm