রাঙামাটির প্রথম ৪ করোনা আক্রান্তের ‘কারণ’ জানে না স্বাস্থ্য বিভাগ

রাঙামাটিতে গত ৬ মে প্রথম করোনা শনাক্ত হয়েছিলেন পৌর শহরের ৪ বাসিন্দা। এখন তারা করোনামুক্ত। কিন্তু কিভাবে তারা আক্রান্ত হয়েছিলেন তা নিশ্চিত হতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এর ২৪ দিনের মাথায় ৩০ মে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৫৮ জনে। এর মধ্যে মোট করোনামুক্ত হয়েছেন ১০ জন।

রাঙামাটির করোনা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদরসহ জেলার ১০ উপজেলার মধ্যে বাঘাইছড়ি ও বরকল এখনও করোনামুক্ত আছে। জেলায় সবচেয়ে বেশি ৩৭ জন আক্রান্ত হয়েছেন রাঙামাটি সদরে। এরমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।

এছাড়া কাউখালী ও জুরাছড়িতে ৬ জন করে আক্রান্ত আছেন। লংগদুতে ৪, কাপ্তাইয়ে ৩ ও নানিয়ারচরে ১ জন আক্রান্ত আছেন। আর বিলাইছড়িতে আক্রান্ত ২ ও রাজস্থলীতে আক্রান্ত ১ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও বলেন, হয়ত বাইরে থেকে আসা কারো সংস্পর্শে এসেছিলেন প্রথম করোনা আক্রান্ত ৪ জন। তারা শহরের স্থানীয় বাসিন্দা। তবে লংগদুতে ৪ আক্রান্তের মধ্যে ২ জন, জুরাছড়ির ৬ জনের মধ্যে ২ জন ও রাজস্থলীর ১ জন নারায়ণগঞ্জ থেকে আসা। অন্যরা সবাই স্থানীয় বাসিন্দা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!