রাঙামাটির দুই পৌর মেয়রকে অপসারণ, প্রশাসক নিয়োগ

রাঙামাটির দুই পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। রাঙামাটির দুটি পৌরসভার কাজ জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনা করা হবে।

অপসারণ হওয়া দুই পৌর মেয়র হলেন—রাঙামাটি পৌরসভার মো. আকবর হোসেন ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। আকবরের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি) নাসরিন সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, রাঙামাটির দুই পৌরসভা জেলা প্রশাসনের দায়িত্বে দেওয়া হয়েছে। এতে আমাকে বাঘাইছড়ি পৌরসভায় ও রাঙামাটি পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি) নাসরিন সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন ও বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেনের পদত্যাগ দাবিতে পৃথক আন্দোলন করেন পৌরসভা দুটির স্থানীয় ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা। রাজনৈতিক জীবনে আকবর হোসেন যুবলীগের সভাপতি দায়িত্ব ছিলেন এবং এর আগে তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জমির হোসেন বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm