রাঙামাটির দীপঙ্কর তালুকদার ঢাকায় গ্রেপ্তার

ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী রাঙামাটির দীপঙ্কর তালুকদারকে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক এসএমএসে এ তথ্য জানালেও কোন্ মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানাননি।

৭২ বছর বয়সী দীপঙ্কর তালুকদার রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm