রাঙামাটিতে স্পেশাল অলিম্পিক টেলেন্ট হান্ট

রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল অলিম্পিক টেলেন্ট হান্ট। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগিরাই দিনব্যাপী এ কর্মসুচির ৭টি ইভেন্টে অংশ নেয়। সেখান থেকেই বাছাই করা হয়েছে প্রতিভাবান খেলোয়াদের। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সোমবার রাঙামাটি মারী স্টেডিয়ামে এ কর্মসুচির উদ্বোধন করেন। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের উদ্যোগে এ কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতায় ছিলো রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এড মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক শফিউল আজম, বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের কোষাধ্যক্ষ নুরুল আলম ও রাঙামাটি শাখার সভাপতি সুবর্না চাকমা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm