রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটিতে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম মো. রফিকুল ইসলাম (৫০)। তিনি রাঙামাটি শহরের সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, রফিকুল ইসলামের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাদে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত আছেন।

প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তারা জানান, পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল ইসলাম।

কয়েকজন সোনালী ব্যাংকের স্টাফ জানান, দ্বিতীয়বার যোগদান করার পর তিনি গম্ভীর থাকতেন। তেমন কারও সঙ্গে কথা বলতেন না। ২০৩৩ সাল পর্যন্ত তার কর্মজীবন ছিল। রোববার দুপুরে ব্যাংক থেকে চার তলায় মেসে সবাই এক সঙ্গে খাবার খেয়েছে পরে তিনি চার তলা থেকে আর নামেনি।

রাঙামাটির কোতয়ালী থানার এসআই উপ পরিদর্শক (এসআই) রূপক কর্মকার বলেন, ধারণা করা হচ্ছে, আনুমানিক দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. শাহদুল্লাহসহ কয়েকজন জুনিয়ার অফিসার বলেন, বিকালের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে কোতয়ালী থানায় পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।

এসআই রূপক কর্মকার আরও জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm