রাঙামাটির রাজস্থলী সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থল থেকেই একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাজস্থলী সীমান্তে চন্দ্রঘোনা থানার তিনছড়ি নোয়াপাড়া স্থানে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানায়, ৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস মূল) আঞ্চলিক দলের সাথে মারমা ন্যাশনালিস্ট পার্টি (এমএনপি) সশস্ত্র সদস্যদের গুলিবিনিময় হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, চন্দ্রঘোনা থানার তিনছড়ি নোয়াপাড়া নিহত অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পোস্টমর্টেম করার জন্য লাশটি রাঙামাটি নিয়ে আসবে চন্দ্রঘোনা থানা পুলিশ।