রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত চারজনই দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। রোববার দ্বিতীয় পরীক্ষায় দুইজনের রিপোর্ট নেগেটিভ এলে সোমবার (১১ মে) বাকি দুইজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল। তিনি বলেন, দ্বিতীয় পরীক্ষায় গতকাল রোববার ২ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া আজ সোমবার বাকি ২ জনের রিপোর্টও নেগেটিভ এসেছে। তবে আরও নিশ্চিত হতে আমরা তৃতীয় পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করব। তৃতীয় পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত চারজনই যেখানে আছেন সেখানে থাকবেন।
উল্লেখ্য, রাঙামাটি থেকে এ পর্যন্ত ৪৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩০১টি। এদের মধ্যে চারজনের রিপোর্ট গত ৬ মে পজিটিভ আসে। পরদিন দ্বিতীয় নমুনা সংগ্রহ করে পাঠায় রাঙামাটি সিভিল সার্জন অফিস। সেই নমুনার রিপোর্টের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের একজন নার্স, একজন শ্রমিক, ৯ মাস বয়সী শিশু ও ১৯ বছর বয়সী এক তরুণের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এএইচ