রাঙামাটিতে একদিনে গণটিকা পেলেন সাড়ে ২২ হাজার মানুষ

রাঙামাটিতে গণটিকা কার্যক্রমের প্রথমদিনে টিকা পেয়েছেন ২২ হাজার ৬৪৪ মানুষ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে এক কোটি মানুষকে টিকা দেয়ার অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ছাড়াই গণটিকা দেয়া হয়েছে।

রাঙামাটির অধিকাংশ টিকাকেন্দ্র ঘুরে দেখা গেছে নারী-পুরুষের উপচে পড়া ভীড়।

জেলা স্থাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি শনিবার একদিনে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৬৪৪ মানুষ।

শনিবারের পর প্রথম ডোজের টিকা বন্ধ করার ঘোষণা দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সকল কেন্দ্রে প্রথম ডোজের টিকা দেয়া হবে।

দেশে মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজ টিকার আওতায় আনতে গণটিকার উদ্যোগ নেয় সরকার।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!