রাউজানে বাস চাপায় মোটরসাইকেল আরোহী আরএফএল কর্মকর্তার মৃত্যু

0

রাউজান প্রতিনিধি :
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি পিকনিকের বাসের চাপায় সুমন নাথ (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সুমন নাথ আরএফএল কোম্পানীতে কর্মরত ছিলেন। দুর্ঘটনাস্থলে আরএফএল কোম্পানীর বিভিন্ন ফাইল পত্র পড়ে থাকতে দেখা যায়।

raozan-accident-pic

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জানালী হাট নতুন ব্রীজের সামনে এই ঘটনা ঘটে।

 

s alam president – mobile

নিহত সুমন নাথ উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুন হাট এলাকার হিমাংসু নাথের পুত্র।সে নেওয়াজিষপুর মাধ্যম নাথ পাড়া সার্বজনিন মহোৎসব উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটর সাইকেল আরোহী সুমন নাথ তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৩২৪২৮) নিয়ে রাউজান হতে হাটহাজারী অভিমুখে যাওয়ার সময় চট্টগ্রাম শহর হতে রাঙামাটিমুখী দ্রুতগামী একটি পিকনিকের বাস চাপা দেয়। বাসের চাকার পৃষ্ট হয়ে সুমনের মাথা দ্বিখন্ডিত হয়ে সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনা স্থলেই মারা য়ায়।

 
হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, চাপা দেয়া বাসটিকে রাঙামাটি জেলার খাগড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তবে গাড়ির ধরণ বা কোন ব্রান্ডের কিংবা কোন নম্বর জানাতে পারেনি।
নিহত সুমন নাথের মানিব্যাগ থেকে নাম ঠিকানা ও ছবি সনাক্ত করে পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন মা ও নিহতের পরিবার।

 

Yakub Group

রিপোর্ট : জয়নাল আবেদিন, রাউজান

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!