রাউজানে পুকুরে ডুবে মহিলার মৃত্যু

রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান পৌরসভায় পুকুরে ডুবে রিনা আকতার (৩০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রিনা রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের ফজল আলী সারংয়ের বাড়ির বদিউল আলমের কন্যা।

index

স্থানীয় সূত্র মতে, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা আঁচ করতে পেরে জালদিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

 

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব মিনহাজ বলেন, মঙ্গলবার দুপুর ১ টার দিকে পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। খোঁজাখুজির পর প্রায় দেড় ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে জাল দিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি রিনা আকতার মৃগিরোগে আক্রান্ত ছিলেন।

 

সূত্রে জানা গেছে, রিনা আকতার কে গত ৬ বছর আগে ফটিকছড়ি উপজেলা তকির হাট এলাকার এক যুবকের সাথে বিবাহ দেয়া হয়। তার স্বামীর পরিবার মৃগীরোগের বিষয়টি জানতে পারলে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এর পর থেকে নিহত রিনা আকতার বাপের বাড়িতে বসবাস করে আসছে। নিহত রিনা আকতার দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে দ্বিতীয় কন্যা বলে জানা গেছে।

রিপোর্ট : জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি :

Yakub Group

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!