চট্টগ্রামের রাউজানে দেশে তৈরি অস্ত্র ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাপ্তাই সড়কের পাশে মিয়া মার্কেট গোল্ডেন পার্কের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম ওরফে ননাই কোম্পানি (৫০), আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব উরফে বড় মনা (২৬), লেদু মিয়ার ছেলে আবু সৈয়দ (২১), মৃত দোস্ত মোহাম্মদের ছেলে জানে আলম বাদল (২৫)।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় রাউজান থানা থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ।
অপরদিকে, শুক্রবার ভোর ৫টায় নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দিঘীর পাড় এলাকার আবুল হাশেম বাড়ির সামনে থেকে একটি কার্তুজ ও একটি দেশিয় তৈরি অস্ত্রসহ রাউজান উপজেলার খলিলাবাদ গ্রামের বাবু শাহাদাতের ছেলে আব্দুর রাজ্জাক উরফে ছোট মনাকে (২৪)আটক করা হয়।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থান থেকে অস্ত্র ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও ইয়াবা মামলা রুজু করে শুক্রবার বিকেলে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসএস