রাউজানে আলী আহমদ মেম্বারের স্মরণসভা

গাউসিয়া কমিটি বাংলাদেশের রাউজান খানখানাবাদ শাখার উপদেষ্টা, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আলী আহমদ মেম্বারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার।

রাউজান সদর ইউপির চেয়ারম্যান বিএম জসীম উদ্দিন হিরুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. জসীম উদ্দিন পারভেজ, নোয়াজিসপুর ইউপির চেয়ারম্যান সরওয়ার্দী সিকদার, কদলপুর ইউপির চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান চৌধুরী হাবিব হাসান, হযরত সৈয়দ চাঁদ শাহ (র.) দরবার শীরফের শাহজাদা সৈয়দ মকসুদুল আলম শাহ ও মসজিদের খতিব আবু মুসা আল কাদেরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলার সহ-সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রশিদ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ও সহ-সভাপতি সারজু মুহাম্মদ নাছের।

আনিসুল হক আল কাদেরী ও সৈয়দ মোহম্মদ হুমায়ুন কবীর ইমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি রাউজানের খানখানাবাদ ইউনিটের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, অর্থ সম্পাদক নাসির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম, দাওয়াতে খাইর’র সম্পাদক মাওলানা ফরিদ আহমেদ, গাউসিয়া কমিটি খানখানাবাদ শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুস সোবহান, ৭ নম্বর ইউনিয়ন পূর্ব শাখার সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বাদশা, ৮ নম্বর ইউনিয়ন শাখার সংগঠনিক সম্পাদক এসএম রবিউল হোসেন সুমন এবং ব্যবসায়ী শাহাবুদ্দিন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, মরহুম আলী আহমদ মেম্বার ছিলেন একজন সৎ ও ধার্মিক ব্যক্তিত্ব। পাশাপাশি সমাজসেবা, এলাকার উন্নয়ন ও শিক্ষা প্রসারের তার অবদান ছিল অনস্বীকার্য। এলাকার যে কোন দুঃসময়ে তিনি ত্রান কর্তার ভূমিকায় অবর্তিন হতেন। তার প্রয়াণে এলাকাবাসী একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছেন।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রফিক উদ্দিন কাদেরী। শেষে ৫০ জন দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm