রাউজানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, ৪ দোকানকে অর্থদণ্ড

চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ৪ দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার ফকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

অভিযানে ব্যবসায়ী নেপালকে ২ হাজার টাকা, সজল দাশকে ৫ হাজার টাকা, স্বপন চৌধুরীকে ১০ হাজার টাকা ও বাপ্পা দে’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘রাউজানের সকল পেঁয়াজের বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm