রাউজানের ফজলে করিম ১৫ বছর পর মামলার জালে, সন্ত্রাসী-পুলিশ মিলে সাজিয়েছিল অস্ত্রের মামলা
তখন যা বলেছিল পুলিশ
অপহরণের পর মুক্তিপণ নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামে রাউজানের সদ্য সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ২৭ জনের, বাকিরা অজ্ঞাতনামা। রাউজানজুড়ে ভয়াল পরিবেশ তৈরি করে রাখা ফজলে করিমের বিরুদ্ধে গত অন্তত ১৫ বছর পর এটিই প্রথম মামলা।
সোমবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেছেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ। মামলার বিষয়বস্তু তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সকালে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহর বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে বাঁচানোর জন্য স্ত্রী-কন্যাসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করা হয়। তাণ্ডব চালানোর পর আসামিরা সাত ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ছাড়াও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে আসামিরা অপহরণ করে ৭ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন চেয়ারম্যানের বাড়ির পেছনে একটি টিনশেড ঘরে আটকে রাখে। সেখানে তার মাথার চুল ও দাড়ি ফেলে দিয়ে নগ্ন অবস্থায় ছবি তুলে সেটা দেখানো হয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। পরে সেই ছবি ফেসবুকেও ছেড়ে দেওয়া হয়।
পরে ফজলে করিমের সহযোগী টনি বড়ুয়া মেরে ফেলার ভয় দেখিয়ে ৬ লাখ টাকা চাঁদা চাইলে সিরাজদৌল্লাহর ভাই এসে তিন লাখ টাকা দিয়ে যায়। তবে রাতে তাকে আবার শাহাবুদ্দিন আরিফ নামের একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি সিএনজিচালিত ট্যাক্সিতে বসিয়ে আসামি লিটন দে পুরনো একটি অস্ত্র এনে ট্যাক্সির পেছনের অংশে রাখেন। রাউজান থানার এসআই অজয় দেব শীল ও ইলিয়াছ এসে আরেকটি ট্যাক্সিযোগে সিরাজদৌল্লাহ থানায় নিয়ে যান। সেখানে এসআই অজয় সিরাজদৌল্লাহর স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন।
এই ঘটনার পরদিন ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাউজান থানায় সিরাজদৌল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
তখন যা বলেছিল পুলিশ
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাউজান থানার পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্রসহ সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজদৌলা ওরফে সিরাজকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কারিমুল্লাহর সেনিটারি দোকানের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ওই সময় বলেন, অস্ত্র-কার্তুজসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের কথা পুলিশের কাছে স্বীকার করেছে সিরাজ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র আইনে, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, জালিয়াতি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
সিপি