রমজানে বাজার একসাথে নয়, ইফতার না দিয়ে নগদ অর্থ দান করুন: ক্যাব

ইফতার সামগ্রীর পরিবর্তে দুস্থ ও গরীব লোকজনকে নগদ অর্থ বিতরণ, মাসের বাজার একসাথে না করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ক্রয়ে সংযমী হওয়া, মাসের বাজার একসাথে না কিনে সপ্তাহের বাজার করা, রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখা, যানজট ও জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তাগুলো দ্রুত সংস্কার, খানা খন্দক মেরামত, বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রাপ্যতাসহ জনভোগান্তি নিরসনে ভুমিকা রাখার জন্য ‍বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ প্রতিষ্ঠান কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,‘রমজান এলেই আমাদের দেশের ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিযোগিতার মতোই ইফতার সামগ্রী বিতরণ করেন। এ আয়োজনের কারণে সাধারণ মানুষের একবেলা ইফতার জুটলেও পুরো রমজানে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চরম ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। এতে জনজীবন অতিষ্ট হয়ে ওঠে।’

‘অন্যদিকে দান হিসাবে ইফতার সামগ্রী প্রদান করার কারণে এসম সামগ্রীর যোগান ও সরবরাহে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাই ইফতার সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ প্রদান করা হলে দরিদ্র মানুষ তার প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারবেন। অথচ লক্ষ্যণীয় ইফতার ও যাকাতের কাপড় বিতরণের সময় প্রতিবছর বিপুল পরিমাণ প্রাণহানি ঘটে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এখন সময় এসেছে এ সব অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের পণ্য বয়কট করা ও তাদেরকে স্থানীয়ভাবে প্রতিহত করা।’

এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।খবর বিজ্ঞপ্তির

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!