চট্টগ্রাম নগরজুড়ে রমজানে সম্ভাব্য যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি ও প্রাইভেট কন্টেইনার ডিপো সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বন্দর ট্রাফিক বিভাগ ও পশ্চিম বিভাগ।
বুধবার (২৩ মার্চ) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন ট্রাফিক পশ্চিমের কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই (প্রশাসন) জাহেদুল ইসলাম বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে নগরজুড়ে যানজট নিরসনের লক্ষ্যে পুলিশ কমিশনারের নির্দেশে ট্রাফিক বন্দর ও পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি, প্রাইভেট কন্টেইনার ডিপো সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় পরিবহন খাতের নেতাদেরকে আসন্ন রমজানে কিভাবে নগরকে যানজটমুক্ত রাখা যায় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার আরিফ হোসেন ও ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই (প্রশাসন) জাহেদুল ইসলাম ও ট্রাফিক বন্দর বিভাগের টিআই (প্রশাসন), ট্রাফিক বন্দরের টিআই (প্রশাসন) আমির ফারুক।