রমজানে অসহায়দের জন্য মাসব্যাপী আয়োজন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজের

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজেরর উদ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচি প্রথম দিনে ১২০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২মার্চ) বিকালে হালিশহর এক্সেস রোডের আবদুল্লা কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে পেট্রোল বোমাবাজি, হত্যা, গুমের রাজনীতি বন্ধ করা সম্ভব হয়েছে। সাধারণ নাগরিক আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্ষেত্রবিশেষে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে। গৃহহীনদের বাড়ি নির্মাণ, ১৫ টাকায় চাল, সন্তানের অভিভাবক হিসেবে বাবার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত করে মায়েদের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নেতাকর্মীরা যারা যা কিছু আছে, তাই নিয়ে মানুষের সেবাই নেমে পড়েছে। এই রমজান মাসে দোয়া কবুল হয় বেশি, তাই আমাদের প্রধানমন্ত্রী যাতে শতায়ু হন অবশ্যই সবাই দোয়া করবেন।’

নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীল নাথ দেবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্ম বেলাল, তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ ইব্রাহিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm